Friday, August 22, 2025
HomeJust In‘সোশ্যাল মিডিয়ায় বিপন্ন শৈশব’, ব্রিটেনের প্রধানমন্ত্রীর বিশেষ উদ্যোগ

‘সোশ্যাল মিডিয়ায় বিপন্ন শৈশব’, ব্রিটেনের প্রধানমন্ত্রীর বিশেষ উদ্যোগ

ওয়েব ডেস্ক: ‘অভাগীর স্বর্গে’ অভাগীকের কথা অনেকেই জানেন। ওই একরত্তি বয়সে নির্মম বাস্তবের অভিজ্ঞতায় সে বৃদ্ধা হয়ে গিয়েছিল। জীবনযাত্রার বদলেছে। এখন সেই ধরনের অভিজ্ঞতার রকমফের ঘটেছে। প্রযুক্তির নিয়ন্ত্রণে আমরা। সোশ্যাল মিডিয়ার (Social Media) ভোগবাদী দুনিয়ায় আসক্তি জীবনকে নির্মম করে তুলছে। বিপন্ন হচ্ছে শৈশব। এই সমস্যাই সব থেকে বড় হয়ে উঠছে। নেটফ্লিক্স (Netflix) ড্রামা ‘অ্যাডোলেসেন্স’ (Adolescence))  স্কুলে (School) দেখানোর উদ্যোগ নিতে বললেন ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ের স্টার্মার। টিএনএজারদের উপর সোশ্যাল মিডিয়ার প্রভাবের উপর চারটি অংশে এই শো। সেখানে অনলাইনের কুপ্রভাব ও কৈশোরের হিংসা নিয়ে ওয়েব সিরিজ। প্রধানমন্ত্রী জানিয়েছেন, তিনি পরিবারের সঙ্গে এই সিরিজ দেখেছেন। এই ওয়েব সিরিজ দেখানোর পরে দেশজুড়ে ধর্ষণ ও যৌন হেনস্তার ঘটনায় তিনি পুলিশ ফোর্সকে বিশেষভাবে কাজে লাগাবেন। তিনি জানিয়েছেন, নেটফ্লিক্সে যে ইস্যু তুলে ধরা হয়েছে তা এক ধরনের সংস্কৃতি।

ওই সিরিজের লেখক জ্যাক থর্নে বলেন, আমি চাই এটা স্কুলে দেখানো হোক। আমি চাই এটি সংসদে দেখানো হোক। এটার বিষয়ে আলোচনা প্রয়োজন। ‘অ্যাডোলেসেন্স’ চার অংশের সিনেমা। সহপাঠী স্কুল ছাত্রীকে খুন করাকে কেন্দ্র করে ঘটনা। এই সিনেমায় ওয়েন কুপার, স্টিফেন গ্রাহাম, অ্যাসলি ওয়াল্টারস অভিনয় করেছেন। সোশ্যাল মিডিয়ার নেতিবাচক প্রভাব কীভাবে সমাজে অনেকে কিশোরের উপর প্রভাব ফেলছে তা নিয়ে এই ওয়েব সিরিজ।

আরও পড়ুন: ‘সুর নরম’ ইউনুসের! মোদির সঙ্গে বৈঠকে বসতে চায় বাংলাদেশ, কী প্রতিক্রিয়া ভারতের?

দেখুন অন্য খবর: 

Read More

Latest News